⚠Kali Nethunter ইনেসটল করুন termux এ without root⚠ 







Requirements::

1. Play Store থেকে termux app ইনেসটল করতে হবে। ইনেসটল থাকলে আপডেট করে নিবেন।


2. ইনেসটলের জন্য ১.৫ জিবি ডেটা এবং কমপক্ষে ৮ জিবি ফোন মেমোরি খালি থাকতে হবে। 


📲 Termux ওপেন করে নিচের কমান্ডগুলো পরপর দিবেন। 


🏷  apt update && apt upgrade -y


🏷  pkg install fish -y


🏷  fish


🏷  termux-setup-storage


বি:দ্র: যদি Allow করতে বলে তাহলে Allow করবেন। 


🏷  pkg install wget -y


🏷  wget -O install-nethunter-termux https://offs.ec/2MceZWr


🏷  chmod +x install-nethunter-termux


🏷  ./install-nethunter-termux


বি:দ্র: এই কমান্ড দেওয়ার পর ১.২ জিবির একটা ফাইল ডাউনলোড হবে, এটা ডাউনলোডের জন্য নেট ইসপিড মুটামুটি ভালো রাখতে হবে।

আর ডাউলোড কমপিলিট হয়েগেলে, ওখানে Yes/No পারমিনসন চাইতে পারে, আপনি লেখাটা পড়ে y অথবা n লিখে ইনটার করবেন, না বুঝলে y লিখে ইনটার করে দিবেন।।


📱 Kali Nethunter টারমাক্স এ রান করানোর জন্য ::


🏷  nethunter  


বি:দ্র: এই কমান্ড দিয়ে রান করালে root ছাড়া terminal রান হবে। আর যদি আপনার root terminal এর প্রয়োজন হয়, তাহলে নিচের কমান্ডটা দিবেন।। 


🏷  nethunter -r


Attention::

Termux Exit করে দিলে অবশ্যই Kali Nethunter পুনরায় রান করার জন্য উপরের দুই কমান্ড এর একটা দিতে হবে,।  কোনটা দিবেন সেটা নিরর্ভর করবেন আপনি কি ধরনের টারমিনাল ইউজ করবেন।। আমার মতামত চাইলে আমি বলবো root terminal ইউজ করেন।।


 🏷🏷🏷🏷🏷🏷🏷🏷


⚠Kali Nethunter এ Vnc Viewer Connect⚠ 


Attention::

vnc server এ কানেক্ট না করেও আপনি কোন সমস্যা ছাড়াই termux এ nethunter ইউজ করতে পারবেন। তবে vnc server এ কানেক্ট করলে, ওখানে কিছু এক্সট্রা সুবিধা পাবেন, যেমন:: ব্রাউজার, কম্পিউটারের মতো চালাতে পারবেন ইত্যাদি।


requirements::


1.Vnc viewer লাগবে।


Download Link:https://play.google.com/store/apps/details?id=com.realvnc.viewer.android


🎟প্রথমে Termux Open করে kali Nethunter রান করবে.. এজন্য কমান্ড দিবে nethunter -r 


এরপর কমান্ড দিবেন::


🏷 kex passwd


বি:দ্র: এই কমান্ড দেওয়ার পর একটা password দিতে বলবে ওখানে যেকোন একটা password দিয়ে ইন্টার করবে। এরপর পাসটা verifiy করতে বলবে, ওখানে সেম পাস আবার দিয়ে ইন্টার করবে। আর হ্যা ওখানে পাস টাইপের সময় পাস সো করবেনা। এরপর ওখানে y/n এর একটা পারমিসন চাবে n লিখে ইন্টার করবেন।


🎟Vnc server ওয়ান করার জন্য কমান্ড দিতে হবে::


🏷 kex &


বি:দ্র: এই কমান্ড দেওয়ার পর vnc server ওয়ান হয়ে যাবে।। 


🎫এরপর আপনাকে vnc viewer app টা অপেন করে, ডানসাইডে নিচে করনারে একটা পিলাস অপসন পাবেন ওখানে চাপ দিবেন। ওখানে Address অপসনে লিখবে localhost:5901 আর Name এর জাগা লিখবেন, যে কোন নাম, আপনার ইচ্ছা মতো। এরপর CREATE আপসনে চাপ দিবেন। এরপর CONNECT বাটমে চাপ দিবেন। এরপর OK করবেন। এরপর পাসওয়ার্ড দিতে বলবে, termux এ যে পাসওয়ার্ড টা ছেট করছিলেন ওটা ওখানে দিবেন।। পাসওয়ার্ড দেওয়া হলে, continue করবেন। দেখবেন আপনার সামনে kali Nethunter ডেক্সটপ মুডে ওয়ান হয়ে গেছে।। 


বি:দ্র: আর হ্যা ব্যাকগ্রাউন্ডে Termux এ Nethunter Run রাখতে হবে কেটে দিলে কিন্তু হবে না।।


🎫একটা কথা মনে রাখবেন যখন আপনার nethunter এর কাজ শেষ হয়ে যাবে তখন অবশ্যই termux থেকে vnc server বন্ধ করবেন, আর নয়তো পরে আবার vnc viewer এ কানেক্ট করাতে সমস্যায় পড়বেন...vnc server বন্ধ করার জন্য কমান্ড দিবেন::


🏷 kex stop


√√ আবার যখন চালাতে চাইবেন, তখন vnc server  ইস্টার্ট করে। vnc viewer এ ডুকলেই হবে √√





নবীনতর পূর্বতন