কালি লিনাক্স (ইংরেজিKali Linux): একটি  ডেবিয়ান ভিত্তিক গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা ডিজাইন করা হয়েছে আধুনিক ফরেনসিখক এবং অনুপ্রবেশ মূল্যায়নের(পেনেট্রেশন টেস্টিং) জন্য। এটি পরিচালনা ও অর্থদান করে অফেনসিভ সিকিউরিটি লিমিটেড। মাটি আহার্নি,ডেভান কেয়ার্ন্স এবং রাফায়েল হার্টজগ কালি লিনাক্সের প্রধান উন্নয়নকারী।


কালি লিনাক্স হচ্ছে বর্তমানে নাম্বার ১ Operating System হ্যাকারদের জন্য !
কারন Top 10 Hacking Tools ছাড়াও এতে প্রায় 600 Hacking Tools ইন্সটল করা আছে !
Add caption

কালি লিনাক্সে নিচের নিরাপত্তা টুলগুলো অন্তর্ভূক্ত থাকে:

  • এয়ারক্র‍্যাক-এনজি
  • বুর্প স্যুট
  • সিসকো গ্লোবাল এক্সপ্লোয়টার, সিসকো নেটওয়ার্ক সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে ব্যবহার করা একটি হ্যাকিং টুল
  • এটারক্যাপ
  • জন দ্য রিপার
  • কিসমেট
  • মালটেগো
  • মেটাস্পলেয়েট
  • এনম্যাপ
  • ওউসাপ জ্যাপ
  • সোশ্যাল ইনজিনিয়ারিং টুল
  • ওয়ারশার্ক
  • হাইড্রা
  • রিভার্স ইনজিনিয়ারিং টুল
  • বিনওয়াক, ফোরমোস্ট, ভোলাটিলিটির মত ফরেনসিক টুল ইত্যাদি

এই টুলগুলো বেশ কিছু উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যার অধিকাংশই ভিকটিম নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক আবিষ্কার করা, বা একটি টার্গেট আইপি ঠিকানা স্ক্যান অন্তর্ভূক্ত। পূর্ববর্তী সংস্করণ (ব্যাকট্র্যাক) থেকে অনেকগুলো সরঞ্জাম বাদ বাদ দিয়ে জনপ্রিয় অনুপ্রবেশ পরীক্ষার(পেনেট্রেশান টেস্টিং) অ্যাপ্লিকেশনের উপর দৃষ্টি আরোপ করা হয়েছে।


আপনি চাইলে একটা Operating System ৩ ভাবে ব্যাবহার করতে পারেন !
১। সরাসরি ইন্সটল করে
২। Virtual Machine এর মাধ্যমে
৩। Live CD/Pen Driveএর মাধ্যমে।

.

১। সরাসরি ইন্সটল করে:
---------------------
ইন্টারনেট থেকে কালি লিনাক্স এর ISO ফাইল টা ডাউনলোড করার পর USB তে Bootable করে নিয়ে সরাসরি সেটআপ করে !
বেশিরভাগ মানুষ ২ নাম্বারটা ব্যাবহার করে !

.

২। Virtual Machineএর মাধ্যমে:
--------------------------------------
এই পদ্ধতি ব্যাবহার করলে আপনি Windows ,Mac বা Linux এর ভিতর আরেকটা OS চালাতে পারবেন ! Virtual Machine ডাউনলোড করে OS টা ওখানে Setup দিতে হবে ! এভাবে আপনি একসাথে অনেক OS একসাথে চালাতে পারবেন !
২টা Virtual Machine এর কথা আমার জানা আছে :
1. VMware
2. Virtualbox



৩। Live cd/Pen Driveএর মাধ্যমে :

কেউ যদি লিনাক্স সেটআপ না করে সাময়িক চালাতে চান তাহলে তার জন্য এই অপশন !
ইন্টারনেট থেকে কালি লিনাক্স এর ISO ফাইল টা ডাউনলোড করার পর USB তে Bootable করে নিয়ে সরাসরি চালানো সম্ভব :)
 
নবীনতর পূর্বতন