চলুন কম্পিউটার নিয়ে একটু জেনে আসি!! -০১

File Extension

ফাইলঃ

ফাইল সম্পর্কে তো আপনাদের ধারনা আছেই, তাও ছোট করে একটু বলি-

ফাইল হলো একটি নাম যার মাধম্যে ষ্টোরেজ ডিবাইসে কোন তথ্য সংরক্ষন করা হয়।

ফাইল নেইম এর ২টি পার্ট থাকে, তারএকটি হলো সাধারন নাম( সাধারনত ডাটা সম্পর্কিত নাম) এবং অন্যটি হলো এক্সটেনশন(মূলত ফাইল টাইপ বা ফরমেট কে বোঝার জন্য)।

মনে করুন আপনি ওয়ার্ডে একটি সিভি(বায়োডাটা) টাইপ করলেন, সেটা পরবর্তিতে পাওয়ার জন্য ষ্টোর করবেন, তাহলে এই ফাইলটিকে সেইভ করতে হবে মানে কোন ষ্টোরেজ ডিভেইসে সংরক্ষন করতে হবে, তাহলেই প্রয়োজন হবে একটি ফাইল নেইম এর।

সেভ করার জন্য নরমালী আপনি কি নাম দিবেন?? যদি  আমি হতাম তাহলে এই টাইপ দিতাম Ahaque_CV বা Aminul_CV বা CV_Amin । যেহেতু আমি এমেএস ওয়ার্ডে ফাইরটি করে সেইভ করেছি তাই অটোমেটিক ফাইল নেইম এর সাথে .docx টি যুক্ত হয়ে গেছে।

তাহলে পুরো ফাইলটির নাম দাড়ালো- Ahaque_cv.docx বা Cv-Amin.docx

এক্সেটনশনটি বলে দিচ্ছে যে এই ফাইলটি ডকুমেন্ট ফাইল বা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, এটি ওপেন করার জন্য ওয়ার্ড পোগ্রামটি লাগবে। সাপোস আপনার বাসায় প্রিন্টার নেই, আপনার বন্ধুর বাসায় বা কোন দোকানে গিয়ে প্রিন্ট করবেন তাই ফ্লাশ মেমোরীতে কপি করে নিয়েছেন, তাহলে আপনার বন্ধুর পিসিতে বা দোকানের পিসিতে ওয়ার্ড পোগ্রামটি লাগবে।

এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে- আপনি সিভিটি সুন্দর করতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করেছেন, কিছু ফরমেট এবং পেইজ সাইজ পরিবর্তন করেছেন. উইএসবি মেমোরীতে নিয়ে আসা ঐ ওয়ার্ড ফাইলটি আপনার বন্ধুর পিসি ওপেন করলে লেখা ও ফরমেট একটু এদিক-সেদিক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে- আপনার ওয়ার্ডে করা ফাইলটি যদি pdf (portable document format)ফরমেটে সেইভ করেন তাহলে এই  আর এই প্রবলেম হবেনা(যদিও প্রয়োজন হলে তথ্য পরিবর্তন করতে পারবেন না) এই ক্ষেত্রে ফাইল নাম টি দাড়ালো - Ahaque_cv.pdf বা Cv-Amin.pdf

এখন এই ফাইল টি ওপেন করার জন্য যে কোন পিডিএফ রিডার (Acrobat reader,….) এমন কি ব্রাউজারের মাধ্যমেও ওপেন করতে পারেবন।

ফাইল এক্সটেনশনঃ

ফাইল এক্সটেনশন কি জানার আগে আমাদের জানতে হবে এক্সটেনশন এর মানে কি? এক্সটেনশন এর বাংলা করলে যা পাওয়া যায় তা হলো- প্রসার,বিস্তার,সংযোজিত অংশ ইত্যাদি।

এই থেকে বলা যায় ফাইল এক্সটেনশন হলো ফাইলের সাথে থাকা সংযোজিত একটা অংশ যার মাধ্যমে ফাইল টির ধরন জানা বা বোঝার জন্য তা সংযুক্ত করা হয়।এই ফাইল এক্সটেনশন দেখে ফাইল টাইপ বা কোন পোগ্রাম এর তা জানা যায়।।

মূল নামের পর একটি ডট(.) দিয়ে যে নামগুলো থাকে সেটাই এক্সটেনশন।

অপনার পিসিতে যদি ফাইল নেম এর পরে এক্সটেনশন দেখা না যায় তাহলে- ছবিগুলো ফলো করুন, তাহলেই  চলে আসবে আপনার ফাইল এক্সটেনশন।

এখন কিছু এক্সটেনশন কোন টাইপের তা জেনে নেয়া যাক-

ছবি  রিলেটেড যত এক্সটেনশন-

.jpeg or .jpg – JPEG image

.png – PNG image

.bmp – Bitmap image

.tif or .tiff – TIFF image

.gif – GIF image

.ico – Icon file

.psd – PSD Photoshop File

.ai – Adobe Illustrator file

.svg – Scalable Vector Graphics file

ইন্টারনেট রিলেটেড যত এক্সটেনশন-

.htm and .html – HTML file

.asp and .aspx – Active Server Page file

.php – PHP file

.cer – Internet security certificate

.cfm – ColdFusion Markup file

.cgi or .pl – Perl script file

.css – Cascading Style Sheet file

.js – JavaScript file

.jsp – Java Server Page file

.part – Partially downloaded file

.py – Python file

.rss – RSS file

.xhtml – XHTML file

অডিও রিলেটেড যত এক্সটেনশন

.mp3 – MP3 audio file

.mpa – MPEG-2 audio file

.ogg – Ogg Vorbis audio file

.wav – WAV file

.wma – WMA audio file

ভিডিও ফাইল টাইপ যত এক্সটেনশন

.3gp – 3GPP multimedia file

.mp4 – MPEG4 video file

.mpg or .mpeg – MPEG video file

.avi – AVI file

.flv – Adobe Flash file

.h264 – H.264 video file

.m4v – Apple MP4 video file

.mkv – Matroska Multimedia Container

.mov – Apple QuickTime movie file

.rm – RealMedia file

.swf – Shockwave flash file

.vob – DVD Video Object

.wmv – Windows Media Video file

ফাইল কমপ্রেশন টাইপ যত এক্সটেনশন

.rar – RAR file

.7z – 7-Zip compressed file

.zip – Zip compressed file

.arj – ARJ compressed file

.deb – Debian software package file

.pkg – Package file

.rpm – Red Hat Package Manager

.tar.gz – Tarball compressed file

.z – Z compressed file

এপ্লিকেশন টাইপ যত এক্সটেনশন-

.apk – Android package file

.exe – Executable file

.com – MS-DOS command file

.msi -  installer package file format used by Windows.

.bat – Batch file

.bin – Binary file

.cgi or .pl – Perl script file

.jar – Java Archive file

ডকুমেন্টেশন টাইপ যত এক্সটেনশন-

.doc and .docx – Microsoft Word file

.pps – PowerPoint slide show

.ppt – PowerPoint presentation

.pptx – PowerPoint Open XML presentation

.xls – Microsoft Excel file

.xlsx – Microsoft Excel Open XML spreadsheet file

.pdf – PDF file

.rtf – Rich Text Format

.txt – Plain text file

ইত্যাদি।।

পরবর্তিতে সময় পেলে আরো কিছু সংযুক্ত করবো...😀



* সংগৃহীত 
আমিনুল হক 
সাইবার স্পেশালিস্ট, এরিনা ওয়েব সিকিউরিটি
নবীনতর পূর্বতন