Mac spoofing. কিভাবে করবেন,?
Media Access Control Address বা MAC Address.
ম্যাক এড্রেসের প্রয়োজনীয়তা কি?
ডিভাইস এর সাথে নেটওয়ার্কের যোগাযোগ মূলত ম্যাক এড্রেসের মাধ্যমেই হয়। এটি নেটওয়ার্কের প্রোটোকল হিসেবে ব্যবহার করা যায় আবার সেই প্রোটোকলটি ভাঙ্গার কাজেও ব্যবহার করা যায়। আবার অনেক সময় হ্যাকিং কিংবা অনলাইনে অনৈতিক কোন কাজ করতে গেলে ম্যাক এড্রেস পরিবর্তন করা প্রায় বাধ্যতামূলক হয়ে পড়ে। অনেক নেটওয়ার্কে সিকিউরিটি প্রোটোকল হিসাবে ম্যাক অ্যাড্রেস ফিল্টার ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে সেই নেটওয়ার্কে শুধু মাত্র সেই সব ডিভাইস সংযুক্ত হতে পারে যে সব ডিভাইস সমূহের ম্যাক অ্যাড্রেস উক্ত নেটওয়ার্কের ফিল্টার লিস্টে থাকে। অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর আছে,যারা ম্যাক অ্যাড্রেস এর ভিত্তিতে ইন্টারনেট কানেকশন সরবারহ করে থাকে
অনেক সময় বিভিন্ন অনাকাংখিত কারণে ম্যাক এড্রেস পরিবর্তন করার প্রয়োজন পড়ে। কেননা হ্যাকার’রা DDOS ATTACK এর জন্য অন্যের ম্যাক এড্রেস স্পুফিং করে ট্রাফিক বাড়ায়। তাই ম্যাক এড্রেস পরিবর্তন করার দরকার হয়। আর এই এড্রেস পরিবর্তন করাকে ‘ম্যাক স্পুফিং’ বলা হয়।
যা যা লাগবে-
রুটেড এন্ড্রোইড ডিভাইস
বিজি বক্স অ্যাপ (গুগলে পাবেন)
ওয়াইফাই ম্যাক চেঞ্জার অ্যাপ (গুগলে পাবেন)
অ্যান্ড্রয়েড ডিভাইসে ম্যাক এড্রেস বের করবেন যেভাবে-
আপনার ফোনের সেটিংস অ্যাপ্লিকেশন খুলুন।
“About phone option” এ ট্যাপ করুন। স্ক্রল করে নিচে গিয়ে স্ট্যাটাসে ট্যাপ করুন
এখানে আপনি আইএমইআই, ম্যাক অ্যাড্রেস, অ্যান্ড্রয়েড সংস্করণ ইত্যাদি ফোন সম্পর্কিত সব তথ্য পাবেন।
অ্যান্ড্রয়েড এ ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার পদ্ধতি:
–প্রথমে সেট রুট করে নিন,
: – বিজি বক্স ইনস্টল করুন (গুগলে পাবেন)
ইনস্টলেশনের পরে অ্যাপ্লিকেশনটি খুলুন এবং এরপর আপনার ফোনের তথ্য সংগ্রহ করতে অ্যাপসটি কয়েক মিনিট সময় নিবে।
-প্রথমে ওয়াইফাই ম্যাক চেঞ্জার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন।
অ্যাপটি চালু করুন এবং এটি আপনার ডিভাইসের প্রকৃত ম্যাক অ্যাড্রেসটি দেখাবে।
এখন একটি নতুন MAC ঠিকানা পেতে র্যানডোম ম্যাক অ্যাড্রেস বাটনে ক্লিক করুন অথবা নিজেই একটি ম্যাক অ্যাড্রেস টাইপ করতে পারেন।
হার্ড পরিবর্তনের বোতামটি ক্লিক করার পরে।ফোনটি এয়ারপ্লেন মোডে চলে যাবে এবং ফোনটির ম্যাক অ্যাড্রেস পরিবর্তিত হয়ে যাবে।
আপনার ম্যাক অ্যাড্রেসটি ফিরে পেতে সেট ম্যাক ব্যাক এ ক্লিক করতে পারেন ।
⚠⚠এইটা শিক্ষনীয় পোস্ট কোন খারাপ উদ্দেশ্য ব্যবহার করবেন না। আর করলে কোনভাবে দ্বায়ী থাকব না।