SSD (solid state disk) কেনার আগে যা জানা উচিত 


ভাই, আমি ssd কিনার আগে মোটামোটি ১ মাস এটা নিয়ে ঘাটাঘাটি করছি। বিভিন্ন আর্টিকেল, টেক ভিডিও দেখে যা বুঝছি,

১. নরমাল ইউজার হলে
Go for m.2 ssd . if you have budget, u can buy nvme, but to be honest , nvme is not necessary for regular users.
আমরা সাধারনত যে কাজে কম্পিউটার ব্যাবহার করি যেমন নেট চালানো, মুভি দেখা, গেম খেলা, এগুলোর জন্য m.2 sata III ssd আর nvme তে কোন পার্থক্য পাবেন না।
২. NVME র এডভান্টেজ আপনি তখনি পাবেন যদি আপনি সার্ভারে কাজ করেন, 4K ভিডিও এডিট করেন, 3D animations render করেন সে সব ক্ষেত্রে।
৩. আপনি যে ssd কিনেন না কেন, লাইফ এক্সপেক্টেন্সি ৩ থেকে সর্বোচ্চ ৫ বছর, তা আপনি যত দামি জিনিষই কিনেন। এর পর আপনাকে তা বদলাতে হবে।

৪. আর ভাল হয় ২৪০ জিবি কিনলে। তাহলে ১২০ এর তুলনায় জায়গা বেশি পাবেন + তুলনামুলকভাবে বেশি দিন টিকে।

৫. বাজেট লিমিটেড হলে ১২০ জিবি নিন। ওটায় শুধু উইন্ডোজ আর যে সব সফটওয়ার বেশি ইউজ করবেন, সেগুলো ইন্সটল করবেন। গেমস + কম ইউজ করা সফটওয়ার হার্ড ডিস্কে রাখিবেন। কারন ssd র ৩৫% এর বেশি জায়গা খালি রাখতে হয়, এর কম খালি রাখলে পার্ফর্মেন্স ড্রপ করে।

৬. ব্রান্ডের মধ্যে samsung pro, samsung evo বেস্ট।
তারপর western digital BLACK
এরপর কিনলে transcend, hp, galax, apacer, corsire, western digital BLUE কাছাকাছি মানের।
তবে ভুলেও western digital GREEN টা কিনবেন না। বাইরের ইউজার রিভিউ অত ভাল না। এর চাইতে ১০০-২০০ টাকা বেশি দিয়ে উপরের অন্য কম্পানির গুলো কিনবেন।


>ওয়েবসাইটে আপনার বাজেট এ যেগুলো পাবেন সেটার একটা লিস্ট করেন
> প্রতিটার read speed and write speed দেখুন।
> যেটার read speed and write speed বেশি, সেটা হালকা ফাস্ট (তবে ইউজের সময় আপনি কখনোই এটা বুঝিবেন না কারন 400mbps আর 450mbps বাস্তবে ব্যাবহারের সময় পার্থক্য পাবেন না।)
যেটা স্পিড বেশি + অফিসিয়াল ওয়ারেন্টি যেটা বেশি + যে কম্পানির আফটার সেলস সার্ভিস ভাল, ওটা নেয়ার চেস্টা করবেন।
নবীনতর পূর্বতন