Mbps vs MBps

                                                                                
পার্থক্য লক্ষ্য করুন: MBps VS Mbps. (Capital B vs Small b)
.
MBps = মেগা বাইট পার সেকেন্ড
Mbps = মেগা বিট পার সেকেন্ড
আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) যদি বলে, তারা আপনাকে 6 Mbps সংযোগ দিচ্ছেন, তাহলে কখনোই এটিকে 6 MBps ভাববেন না । আপনি যদি বাইটে হিসাব করতে পছন্দ করেন, তাহলে সেটা হবে (6/8) = 0.75 MBps বা 768 kBps.
.
তার মানে, 1 MBps সংযোগ পেতে 8 Mbps সংযোগ দরকার ।

1 Mbps = 128 KBps (Max)
এটা হচ্ছে ডাউনলোড স্পিড।
আপনি যদি 8 Mbps এর লাইন চালান তাহলে আপনার ডাউনলোড স্পিড 1 MBps.
.
.
রাউটার কেনার সময় লেখা থাকে 300 Mbps, মানে সেটা (300/8) = 37.5 MBps সর্বোচ্চ গতি প্রদানে সক্ষম (তত্ত্বীয়ভাবে)।
.
.
৮ মেগাবিট পার সেকেন্ড = ১ মেগা বাইট পার সেকেন্ড । এই তথ্যটি নিয়ে আমরা খুব বেশি বিভ্রান্ত হই ।

*source:Cyber71
নবীনতর পূর্বতন